Nadia

May 09 2023, 20:07

*তীব্র তাপপ্রবাহে প্রাণ হারালেন রেল কর্মী*

কর্মস্থল থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক রেল কর্মীর। ঘটনাটি ঘটেছে আজ দুপুর বেলায় ডাউন টেনে বেলডাঙায় কর্মস্থল থেকেবাড়ি ফিরছিলেন বাগেশ্বর মাহাতো (60)নামে এক রেল কর্মী । বেথুয়াডহরি রেল কোয়ার্টারে তিনি থাকতেন ।

কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে ট্রেনে অসুস্থতা বোধ করলে তাকে ট্রেন থেকে নামানো হয় বেথুয়াডহরি স্টেশনে।  এরপর রেল কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Nadia

May 09 2023, 17:06

*সংবাদ সংস্থা পক্ষ থেকে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী*


আজ ২৫ সে বৈশাখ, বাঙালির গৌরবের দিন, আনন্দের দিন। গানে গানে কবিতায় আজ তাঁকে স্মরণ করার মুহূর্ত সমাগত। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী উৎসব। সারা দেশের পাশাপাশি নদীয়ার একটি সংবাদ সংস্থা পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই আয়োজিত করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ড: ব্রজ কিশোর গোস্বামী, সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু, পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপ পৌরপতি কৌশিক প্রামানিক, শুভজিৎ দে , এবং নদীয়া জেলার আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী সহ সমাজের সর্বস্তরের শুভ চেতনার সংস্কৃতি প্রবণ মানুষজন। এই অনুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দিনটির তাৎপর্যতা নিয়ে যেমন আলোচনা করা হয়, তেমনি আগত ৯৭ জন খুদে শিল্পীরা নাচ গান আবৃত্তি নাটক একক এবং দলগতভাবে পরিবেশন করেন কবিকে শ্রদ্ধা জানাতে। প্রত্যেক অতিথি এবং শিল্পীদের সংবর্ধিত করা হয় চারা গাছ এবং সংস্থার নামাঙ্কিত কলম দিয়ে। পাগলা গোস্বামী পাড়ার নাট মন্দিরে, ভোর ছটা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে অনুষ্ঠান। বিশিষ্ট শিল্পী সোনা শর্মা, রবীন্দ্রনাথের এটি কোলাজ নির্মাণ করেন অনুষ্ঠান মঞ্চে বসেই।

Nadia

May 09 2023, 15:47

পলাশিপাড়ায় হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে


৩০০ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নদীয়ার পলাশীপাড়া থানার পুলিশ। পুলিস জানিয়েছে ধৃতের নাম জাকির শেখ। তার বাড়ি পলাশীপাড়া থানার কুলগাছি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মাদক কারবারি পলাশীপাড়া থানার পাঁচদাঁড়া এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে মাদকসহ দাঁড়িয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছে থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।

Nadia

May 08 2023, 19:42

**চাপড়ার অধীর চৌধুরীর হাত ধরে বিভিন্ন দল থেকে যোগদান কর্মসূচি*


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে বিভিন্ন দল থেকে কয়েক হাজার কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করলেন। সোমবার চাপড়ার ভিলেজ হল ময়দানে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন চাপড়ার ব্লক ফরোয়ার্ড ব্লকের হাজার খানেক কর্মী ও সিপিআইএমএল এর প্রায় ৫০০ কর্মী ও তেহট্ট পঞ্চায়েতের উপপ্রধান চায়না মণ্ডল খাঁ এর নেতৃত্বে শতাধিক তৃণমূল কর্মী, এছাড়াও করিমপুর ২ ব্লকের নারায়ণপুরের শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হাজিরা দেওয়াসহ একাধিক ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অধীর রঞ্জন চৌধুরী।

Nadia

May 08 2023, 12:01

*পঞ্চায়েত নির্বাচনের আগেই উদ্ধার হল বোমা*

নদীয়া : কৃষ্ণনগরের কোতোয়ালী থানার আনন্দবাস এলাকার একটি অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ওই এলাকার ৩৭ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রের পিছনের দিকে বোমা ভর্তি দুটি ব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিস। তাঁরা ওই এলাকাটিকে ঘিরে রেখেছে। এছাড়াও বোমাগুলো কোথা থেকে এলো তা জানার চেষ্টা করছে পুলিশ। সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমা গুলি নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য গত মাসেই ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে ব্যাপক বোমাবাজি হয়েছিল। বোমার আঘাতে দুই ব্যক্তি জখম হয়েছিলেন। সেই সময়ও ওই এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের বোমা উদ্ধার হলো।

Nadia

May 07 2023, 19:58

বিজেপির নাগরিক সচেতনতা সভা


নদীয়া : পৃথিবীর ২০০টির ও বেশি উন্নত দেশ নিয়ে গঠিত জি-টোয়েন্টির ২০২৩ সালের ১৮তম সম্মেলনে প্রথা মেনে এবার পৌরহিত করার সুযোগ পেয়েছে ভারত। সেই উপলক্ষে বিভিন্ন রাজ্যে আয়োজিত হচ্ছে বিভিন্ন আলোচনা সভা। গত ৯ ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় বসেছিলো এই সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ তৎপরতায় জি-টোয়েন্টির এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যৎ বার্তা জেলা স্তর পর্যন্ত পৌঁছে দিতে, নির্দেশ দিয়েছেন সমস্ত রাজ্যকে।

ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অনির্বাণ গাঙ্গুলী আজ নদীয়ার বাদকুল্লায় এ বিষয়ে এক সভায় বক্তব্য রাখেন। যেখানে সমাজের সর্বস্তর থেকে সচেতন নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়, অসীম বিশ্বাস, সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিজেপি কর্মকর্তাগণ।

এ প্রসঙ্গে অনির্বাণ বাবু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইচ্ছা অনুসারে ভারতের সমৃদ্ধকর এবং ঐতিহাসিক বিভিন্ন বিষয় তুলে ধরে পর্যটন ব্যবস্থার আরও উন্নতি সাধন করতে চলেছেন আন্তর্জাতিক স্তরে।

Nadia

May 07 2023, 18:05

আড়ংঘাটায় বিজেপি নতুন কার্যালয়ের উদ্বোধন


নদীয়া:আগামী দিনে রাজ্যের সন্ত্রাসবাদি শাসকদলকে পরাস্ত করতে এবং দলীয় কর্মী সংগঠকদের মনোবল চাঙ্গা করতে নদীয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার আড়ংঘাটায় বিজেপি কার্যালয়ের উদ্বোধন করলেন নদীয়া উত্তরের বিজেপি জেলা কার্যকারী সভাপতি পার্থসারথি চ্যাটার্জী। এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস, চাকদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ সহ একাধিক বিজেপি কার্যকর্তারা।

Nadia

May 07 2023, 16:10

ময়নার ঘটনায় ধৃতদের আদালতে পেশ


ময়নার গোড়ামাহাল গ্ৰামে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঞ্যার খুনের ঘটনায় নন্দন মন্ডল ও সুজয় মন্ডলকে গতকাল গ্ৰেপ্তার করেছিল ময়না থানার পুলিশ।পরে নন্দন মন্ডল ও সুজয় মন্ডলের মুখে শোনা যায় আরো এক অভিযুক্তের নাম তিনি হলেন সুব্রত মন্ডল। সুব্রত মন্ডলকে ময়না থানা পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তদের আজ তমলুক কোর্টে তোলা হয়েছে। এর আগে প্রথমে গ্রেফতার করা হয়েছিল মিলন ভৌমিক কে। সব মিলিয়ে বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হলো।

Nadia

May 07 2023, 13:43

তৃণমূলের ঝান্ডা ছেড়ে, লাল ঝান্ডা ধরছে মানুষ, দাবি শতরুপের


নদীয়া:রাজ্যের যেখানে যেখানে অভিষেক ব্যানার্জি যাচ্ছে সেখানেই সাধারণ মানুষ লাল ঝান্ডা হাতে নিচ্ছে আজ নদীয়ায় এসে একথায় জানালেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ

গয়েশপুরে এসে শাসক দলকে আক্রমন করলেন বাম রাজ্য নেতা শতরুপ ঘোষ।এদিন তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছে সেখানে তৃণমূলের ঝান্ডা ছেড়ে লাল ঝান্ডা ধরছে মানুষ, এদিন কল্যানীর গয়েশপুরে বামেদের রক্তদান কর্মসূচিতে যোগ দিতে আসেন শতরুপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও নদীয়া জেলার সম্পাদক সুমিত দে সহ রাজ্য নেতা অলকেশ দাস সহ একাধিক নেতৃত্ব।

রাজ্যে আবারো লাল ফিরবে বলেই দাবি করলেন বাম নেতা গোপাল চক্রবর্তী।

Nadia

May 06 2023, 21:12

রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা খেয়ে নিহতর প্রতি শ্রদ্ধা জানিয়ে নদীয়ার কল্যাণীতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মোমবাতি ম


নদীয়ার কল্যানীতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ মিছিল,

এদিন এই প্রতিবাদ মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সাথে পা মেলায় নদীয়া দক্ষিণ জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুদীপ দে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয় এক সাইকেল আরোহী কে চাপা দেয় বলে জানান তৃণমূল ছাত্র নেতা সুদীপ দে পাশাপাশি শুভেন্দু অধিকারী গ্রেফতারের দাবিতে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।